এস এম সোহেল :
প্রকৃতির দরজায় কড়া নাড়ছে শীত। চাঁদপুরে হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ঠান্ডা বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। হঠাৎ ঠান্ডা হাওয়ায় ও শীতে দুর্ভোগে পড়েছে মানুষ। বাংলা মাস কার্তিকের মাঝামাঝি সারা চাঁদপুরে বইছে শীতল হাওয়া। কনকনে ঠান্ডায় দৈনন্দিন কর্মযজ্ঞ চালিয়ে যেতে হবে সবাইকে। ভোরের আকাশে যেন শীতের দেখা মিলছে। শীত অনেকের প্রিয় ঋতু হলেও এই সময়ই শরীরের ত্বকের বেশি ক্ষতি করে। হেমন্তের দিনগুলো শেষ হতে না হতেই শীতের এসে যেন জবরদখল করে নিচ্ছে আশ-পাশের প্রকৃতি। সুতরাং শীত পুরোপুরি না আসতেই ঠান্ডার দিনগুলোকে কীভাবে মোকাবিলা করবেন সে ব্যাপারে পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখছেন চাঁদপুরের লোকজন। এতদিন যারা হালকা বা পাতলা কাপড় গায়ে জড়িয়ে বের হতেন তারা এখন শীতের ভারী কাপড় পড়তে শুরু করেছেন। সকালে ঘাসের ডগায় আর বৃক্ষরাজির পাতায় পাতায় জমে থাকা শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।
শীতকে সামনে রেখে অনেকেই যারা পুরনো শীত বস্ত্র তুলে রেখেছেন সেগুলো বের করছেন। কেউ কেউ আবার নতুন করে লেপ-তোষক তৈরি করছেন। লেপ-তোষকের কারিগরদের ব্যস্ততাই মনে করিয়ে দিচ্ছে শীতকাল বেশি দূরে নয়। শীতের এ মাসগুলো যেন প্রত্যন্ত অঞ্চলের নিম্ন-আয়ের মানুষের কাছে কবির সেই কবিতার লাইনটির মত ‘কারো পৌষ মাস, কারো বা সর্বনাশ’ অভিশাপ হয়েই দেখা দেয়। অপরদিকে শীতের আগমনে বিওবানরা ছুটছেন শহরের নামী-দামী বিপণী বিতান ও কাপড়ের মার্কেটগুলোতে।
পশ্চিমা ও পূবালী বায়ুর সংমিশ্রণের কারণে চাঁদপুরে আকাশ মেঘলাসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে এবং ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। গতকাল সোমবার আবহাওয়া অধিদফতর থেকে জানিয়েছে, সারা দেশেই এমন বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কমে শীত অনুভূত হবে।
এ বিষয়ে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, পশ্চিমা বায়ু ও পূবালী বায়ুর সংমিশ্রণের এমন আবহাওয়া বিরাজ করছে। সারা দিনই এমন আবহাওয়া থাকবে। বৃষ্টিপাত মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকবে। তবে বুধবার চট্টগ্রাম অঞ্চলবাদে সারা দেশেই আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
- Home
- প্রথম পাতা
- দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি : চাঁদপুরে বইছে শীতের আগমনি হাওয়া
Post navigation

