দুর্নীতির বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে

……………জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান

প্রেস বিজ্ঞপ্তি
‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং অন্তর্ভূক্তিমূলক টেকসই উন্নয়ন, দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এ শ্লোগান নিয়ে দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয় কুমিল্লার আয়োজনে জেলা প্রশাসক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি সহযোগিতায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে র‌্যালি, মানববন্ধন, দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর সংগ্রহ ও উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, সব প্রকার দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। জাতীর পিতা এই বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন একটি সুখি, সমৃদ্ধশালী ও দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়ার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের সবাইকে দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, এবছর দুর্নীতিবিরোধী আন্দোলনে একটি নতুন মাত্রা যোগ হয়েছে। প্রধানমন্ত্রী একটি উন্নত বাংলাদেশ বিনির্মানে দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন আন্দোলন চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই আন্দোলন সকল প্রকার অপশক্তির বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশন এখন অনেক বেশি শক্তিশালী। তারা এখন স্বাধীনভাবে কাজ করতে পারে। আমাদের নীতি নৈতিকতা থেকে শুরু করে সকল ক্ষেত্রে কার্যকরভাবে দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। চাঁদপুরের আইন শৃঙ্খলা খুবই ভালো। দুর্নীতি প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণ, সুশীল সমাজ ও সাংবাদিকদের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। তিনি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের সফলতা কামনা করেন এবং দিবসের প্রতিটি কার্যক্রমে সকলকে অংশগ্রহণের জন্য অনুরোধ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক এসএম জাকারিয়া বলেন, দুর্নীতি প্রতিরোধে সরকারের সদিচ্ছার ঘাটতি নাই। দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিসহ আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। কিভাবে সঠিকভাবে মিউটেশন করতে হয়, কিভাবে পাসপোর্টের ফরম পূরণ করতে হয় তা এখনো আমরা শতকরা ১০ভাগ মানুষ তা জানি না। এজন্য দায়ী কে? সরকারের বহু সেবা এখন অনলাইনে করা হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা তা ব্যবহার করি না। দুর্নীতি প্রতিরোধে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। টিআইবি দুর্নীতির ধারণাসূচক নিয়ে কাজ করে থাকে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের যে আন্দোলন সে আন্দোলনের সাথে আমাদের সবাইকে একত্রিতভাবে কাজ করতে হবে এবং আরও বেশি করে দুর্নীতবিরোধী সামাজিক সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন শতভাগ দুর্নীতি প্রতিরোধ করা কোথাও সম্ভব নয়, তবে অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।
সনাক সভাপতি অধ্যক্ষ মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সভাপতি ড. কাজী হাসেম।
টিআইবি’র রাজন চন্দ্র দের পরিচালনায় দিবসের উপর ধারণাপত্র উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. মাসুদ রানা।
এছাড়া বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, পাসপোর্ট অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মো. তাজ বিল্লাহ, দুর্নীতি দমন কমিশন কুমিল্লার সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান, জেলা তথ্য অফিসার মো. নুরুল হক, চাঁদপুর জেলা স্কাউটের সাধারণ সম্পাদক অজয় কুমার ভৌমিক প্রমুখ।
আলোচনা সভায় চাঁদপুরের সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), সচেতন নাগরিক কমিটি (সনাক), স্বজন, ইয়েস ও ইয়েস ফেন্ডস গ্রুপের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।