স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর পূর্ব হোসেনপুর বকাউল বাড়ির হাফেজ মাওলানা মিজানুর রহমানের ছেলে উত্তর তরপুরচন্ডী ইসলামিয়া তাফাজ্জল কাজী হাফেজিয়া মাদ্রাসার তাইসী জামাতের ছাত্র আবু নোমান মাসুম (পিতা হাফেজ মাওলানা মিজানুর রহমান, গায়ের রঙ – শ্যামলা, উচ্চতা ৫ ফুট ২”) গত ৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) আনুমানিক ৪টা ৩০ মিনিটের সময় কাউকে কিছু না জানিয়ে তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলে গিয়েছে। আত্মীয়-স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে চাঁদপুর মডেল থানায় তার বাবা বাদী হয়ে একটি নিখোঁজ ডায়েরি (নং ৫৮১, তারিখ ০৭/০৩/২০২১ইং) করা হয়। কোন হৃদয়বান ব্যক্তি মাসুমকে দেখতে বা খোঁজ পেলে নিচের মোবাইল নম্বরে জানাতে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। -হাফেজ মিজানুর রহমান (০১৬৪২১৬৯৪৭৯)।
১১ সেপ্টেম্বর, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- নিখোঁজ সংবাদ