জেলা প্রশাসকসহ জনপ্রতিনিধিদের পরিদর্শন
সাইফুল ইসলাম
চাঁদপুর শহর রক্ষা বাঁধ এলাকার পুরাণবাজারে হঠাৎ করে নদী ভাঙন দেখা দেওয়ায় মানুষ জানমালের নিরাপত্তাহীনতায় আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে দেখা গেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে।
নদী ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুতই জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী ইরফাত জামিল, পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশীদ, কাউন্সিলর মালেক শেখ, ফেরদৌসী আক্তারসহ প্রশাসন ও স্থানীয় অন্যান্য জনপ্রতিনিধিরা ছুটে যান। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আতঙ্কিত এলাকাবাসীকে আশ্বস্ত করেন।
চাঁদপুর পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানান, আকস্মিক ঢেউয়ের আঘাতে নদী তীরের কিছু বালু ভর্তি জিও ব্যাগের বস্তা এবং ব্লক তলিয়ে গেছে। যা পুরান ফায়ার সার্ভিস হতে হরিসভা প্রাঙ্গণের ১শ’ মিটার পর্যন্ত এলাকা হবে। এতে করে জনমনে আতঙ্ক বিরাজ করে। তাই তাদের মধ্যে অনেকেই দ্রুত জরুরি আসবাবপত্র সরিয়ে নিয়েছেন। তবে এখন পর্যন্ত কোন বাসা-বাড়ি তলিয়ে যায়নি এবং পরিস্থিতি অনেকটা ভালো বলে মনে করছি।
০৬ এপ্রিল, ২০২১।