স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের পুরাণবাজারে পথচারী শামিম নিহতের ঘটনায় জহির খানকে প্রধান ও রাসেল পাটওয়ারী ২নং আসামি করে ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২শ’ ৫০ জনকে আসামি করে চাঁদপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১ জুলাই) রাতে শামিমের বাবা মো. তাজুল ইসলাম গাজী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। যার নং-৪।
উল্লেখ্য, চাঁদপুর শহরের পুরাণবাজার মেরকাটিজ রোডে ২৯ জুন রাত সাড়ে ৮টায় মাদক বিক্রির ঘটনায় দু’গ্রুপের সংঘর্ষে পথচারী শামিম গাজী নামে এক যুবক নিহত হয়। সংঘর্ষ চলাকালীন সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড সর্টগানের গুলি ছুড়ে। এসময় ইটের আঘাতে নিহত শামিমের মাথায় ও ঘাড়ে আঘাত লাগে। বাড়িতে প্রাথমিক চিকিৎসা শেষে শামিম অতিরিক্ত বমি করলে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখলে শামিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মঙ্গলবার সকাল ৬টায় সে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যুবরণ করেন।
০১ জুলাই, ২০২০।