ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে আবারো উপজেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে আসমা আক্তার নামে (১৬) নামে দশম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রী বাল্য বিবাহ থেকে রক্ষা পেল। গত শুক্রবার দুপুরে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সৈয়দনগরে এই ঘটনা ঘটে।
জানা গেছে, বালিথুবা পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সৈয়দনগর গ্রামের আব্দুল হকের মেয়ের বালিথুবা দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী আসমা আক্তারের বিয়ে ঠিক করে তার পরিবার। শুক্রবার ছিল বিয়ের দিন। বাল্য বিবাহ সংক্রান্ত এই ঘটনাটি সামাজিক সমস্যা প্রতিকারের নম্বর ৩৩৩ ফোন কল আসে। পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বিষয়টি জানতে পেরে নিজে শুক্রবার দুুপুরে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে বিয়ে বন্ধ করে দেন। এসময় আসমার বাবা বাল্য বিবাহ দেয়ার কথা স্বীকার করায় তাকে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ৩০ হাজার টাকা অর্থদ- প্রদান করে। একই সাথে আইন অনুযায়ীপ্রাপ্ত বয়স্ক হওয়ার আগে বিয়ে দিবে না বলে অঙ্গীকারনামা প্রদান করেন। এসময় থানা পুলিশের সদস্যবৃন্দ ও স্থানীয় ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন জানান, বাল্য বিবাহকে রোধ করতে প্রশাসন সর্বদা তৎপর। তবে এর সাথে সাথে সামাজিক সচেতনতা আরো বাড়াতে হবে।
১৪ জুলাই, ২০১৯।