মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের উদ্যোগে গরিব, দুস্থ ও শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। শনিবার (২ জানুয়ারি) সকালে কম্বল বিতরণকালে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল।
ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদের সভাপতিত্বে ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের মাধ্যমে শীতার্তদের মাঝে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজী, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরে আলম স্বপন, সাধারণ সম্পাদক মামুন সরকার, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন শিপু, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, যুবলীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক ইলিয়াছ, সুলতাবাদ ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক গফুর সরকারসহ জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ।
৩ জানুয়ারি, ২০২১।