ফরিদগঞ্জ ইছাপুরা ও রামদাসেরবাগ কাঁচা রাস্তা সংস্কারে দুর্ভোগ লাঘব

স্থানীয় এমপির প্রতি কৃতজ্ঞতা

রুহুল আমিন খাঁন স্বপন
ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা ও রামদাসেরবাগ গ্রামের দুই কিলোমিটার কাঁচা রাস্তা কাবিখা প্রকল্পের আওতায় সংস্কার করা হয়েছে। এতে ওই এলাকার জনসাধারণের দুর্ভোগ লাঘব হবে। স্থানীয় এমপি মুহম্মদ শফিকুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।
সরেজমিনে জানা যায়, ভুক্তোভোগী জনসাধারণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় রাস্তাটিতে মাটি ফেলে জনসাধারণের চলাচল উপযোগী করে তোলা হয়েছে। রাস্তাটি জনসাধারণের চলাচল উপযোগী করে তোলায় স্থাানীয় এমপি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রকল্প কমিটির সভাপতি মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী ও সেক্রেটারী মো. আতিক খান।
মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী বলেন, স্থানীয় এমপি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য খাজে আহমদ মজুমদারের প্রতি। তার স্বতঃস্ফূর্ত আন্তরিকতা এবং সহযোগিতায় আমাদের রামদাসেরবাগ থেকে ইছাপুরা সংযোগ সড়কটিতে সরকারের কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পটি পেয়েছি। প্রকল্পটি বাস্তবায়নে এলাকাসীসহ সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, গত দু’বছর বর্ষা মৌসুমে এই রাস্তায় চলাচলকারী জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ হোসেন মিন্টু পাওয়ারী ও আতিক খান এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রমজান আলী লিটনের চেষ্টায় কাবিখা প্রকল্পের আওতায় এই রাস্তাটি মাটি ফেলে সংস্কার করা হচ্ছে।