ফরিদগঞ্জ ব্যুরো
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি। তিনি তার বক্তব্যে বলেন, ইতোপূর্বে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা দুর্বল থাকায় বিগত সংসদ নির্বাচনে দলের প্রার্থীরা জয় বঞ্চিত হয়েছে। কিন্তু আমি জেলা আওয়ামী লেিগর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তেকে বিশেষ করে ২০১৪ সালে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হওয়ার পর থেকে আওয়ামী লীগ থেকে শুরু করে প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন ওয়ার্ড পর্যায় পর্যন্ত শক্তিশালী কমিটি গঠিত হয়েছে। ফলে বর্তমানে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সবচেয়ে বেশি কঠিন অবস্থানে রয়েছে। এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা উপজেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হতে সক্ষম হয়েছি। সেই ধারাবাহিকতায় একাদশ সংসদ নির্বাচনে আমাদেরকে বিজয় ধারা অব্যাহত রাখতে হবে। তবে এই বিজয়কে সুনিশ্চিত করতে হলে আমাদের সকলকে এক ও অভিন্ন থেকে ১১৮টি কেন্দ্রে আগামি ৩০ ডিসেম্বর উপস্থিত থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী, সিদ্দিকুর রহমান পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্ট্রাক্টর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হোসেন স্বপন, আরিফুর রহমান আজাদ, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ মিন্টু পাটওয়ারী, প্রচার সম্পাদক সুলতান আহাম্মদ রিপন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মশিউর রহমান মিঠু।
এছাড়া প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন।
