ফরিদগঞ্জ কালিরবাজার কলেজে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান


সমাজের সব অপশক্তির বিরুদ্ধে তোমাদের রুখে দাঁড়াতে হবে
————–ইউএনও মো. আলী আফরোজ

নবী নোমান
গতকাল বৃহস্পতিবার ফরিদগঞ্জ উপজেলার কালির বাজার কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদায় ও দোয়ানুষ্ঠান উপলক্ষে কলেজের হল রুমে কলেজ গভর্নিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মো. তছলিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলী আফরোজ।
এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের পড়ালেখা নিয়ে একটি নির্দিষ্ট গতিপথ অবলম্বন করতে হবে। এইচএসসি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা একটি নুতন জীবনে প্রবেশ করতে যাচ্ছে। সামনের বন্ধুর পথটি মসৃণ করতে হলে নিয়মিত বই পড়তে হবে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজেকে এগিয়ে নেয়ার চেষ্টা করতে হবে। তবে চলার পথে নিজেকে প্রস্তুত করার জন্য প্রস্তুতিও নিতে হবে। আমাদের সমাজ ব্যবস্থায় ভালো মানুষের অভাব। আগামির বাংলাদেশ বির্নিমাণে তোমাদের এখন থেকে সমাজের সকল অপ-শক্তি ও অসংগতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা এজেড শাহাজান চৌধুরী, কলেজের অধ্যক্ষ মো. হাফিজ আল মামুন, মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী, প্রধান শিক্ষক মিজানুর রহমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সেক্রেটারী প্রবীর চক্রবর্ত্তী ও প্রভাষক জাহাঙ্গীর আলম প্রমুখ। পরে শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।