নবী নোমান
১৬ বছর পর ফরিদগঞ্জ উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট প্রদান করেছে ইউনিয়নবাসী। বিপুলসংখ্যক ভোটার শান্তিপূর্ণভাবে তাদের ভোট প্রদান করেন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আলমগীর হোসেন রিপন বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল আলম খান সোহেলকে পরাজিত করেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাচন অফিস কর্তৃক ঘোষিত ফলাফল অনুযায়ী আলমগীর হোসেন রিপন (প্রতীক আনারস) ৪ হাজার ৪শ’ ৯০ ভোট পান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল আলম সোহেল পেয়েছেন ২ হাজার ৮শ’ ৬৭ ভোট। অর্থাৎ ১৬২৩ ভোটে পরাজিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী।
এছাড়া অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন- আলী আকবর (প্রতীক চশমা) প্রাপ্ত ভোট ১ হাজার ৬শ’ ৬১ ভোট, রেজাউল করিম (প্রতীক টেলিফোন) প্রাপ্ত ভোট ১শ’ ১৯ ও শফিকুর রহমান (প্রতীক মোটর সাইকেল) ৭৯ ভোট।
সংরক্ষিত আসনে বিজয়ী প্রার্থীরা হলেন- ১নং ওয়ার্ডে ঝর্ণা বেগম (প্রতীক সূর্যমুখী ফুল) প্রাপ্ত ভোট ১ হাজার ১শ’ ২, ২নং ওয়ার্ডে শিরিন আক্তার (প্রতীক বই) প্রাপ্ত ভোট ১ হাজার ৮শ’ ৩ ও ৩নং ওয়ার্ডে মোসাম্মদ জাহানারা বেগম (প্রতীক মাইক) প্রাপ্ত ভোট ১ হাজার ১শ’ ৫৪।
সাধারণ আসনে বিজয়ীরা হলেন- ১নং ওয়ার্ডে ইমরান হোসেন মিজি (আপেল), ২নং ওয়ার্ডে সাইফুল ইসলাম (ফুটবল), ৩নং ওয়ার্ডে মোস্তফা পাটওয়ারী (টিউবঅয়েল), ৪নং ওয়ার্ডে নান্টু পাটওয়ারী (টিউবঅয়েল), ৫নং ওয়ার্ডে আনোয়ার হোসেন (ফুটবল), ৬নং ওয়ার্ডে মাইনুল ইসলাম রাসেল (তালা), ৭নং ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন (মোরগ), ৮নং ওয়ার্ডে রফিকুল ইসলাম বাচ্চু (বৈদ্যুতিক পাখা) ও ৯নং ওয়ার্ডে ইসমাইল হোসেন (তালা)।
২৬ জুলাই, ২০১৯।