ফরিদগঞ্জ পৌর আ.লীগের ঐক্য হওয়ার এখনই সময়

আবু তালেব সরদার
আসন্ন ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচনকে ঘিরে পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঐক্য হওয়ার এখনই সময়। অতীতে কিছুটা অনৈক্যের হাওয়া থাকলেও এখন সময় এসেছে ভোটের মাঠে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই। এ লড়াই শুধু নৌকার মনোনয়ন পাওয়ার ব্যক্তির লড়াই নয়, গোটা উপজেলা ও পৌর আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর যেন আত্মসম্মান। বিজয়ের ফসল ঘরে তুলতে এ মুহূর্তে ঐক্যের বিকল্প নেই। ফরিদগঞ্জ ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী গত ১৩ জানুয়ারি আচমকা ২০ জন প্রার্থীর মধ্যে নৌকার টিকিট পাওয়ার পর-পর পৌর এলাকায় তাৎক্ষণিক উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মোটর শোভাযাত্রা করেন। এসময় আওয়ামী লীগের এতজন প্রার্থীর মধ্যে প্রায় বেশিরভাগই সম্ভাব্য প্রার্থী সবাই যুবক। দল ক্ষমতায় থাকায় কেউ কেউ সুবিধা পেয়েছেন, আবার কেউ কেউ সুবিধা না পেলেও দল থেকে আত্মসম্মান পেয়েছেন। তাই এসব দিক বিবেচনায় রেখে আগামি ১৪ ফেব্রুয়ারি ভোটের মাঠে দলীয় আদর্শ সমুন্নত রেখে নির্বাচনী কাজে মননশীল থাকলে নৌকার বিজয়ে বিকল্প নেই। আবুল খায়ের পাটওয়ারী মনোনয়ন পাটওয়ার পর পৌর এলাকার সম্ভাব্য অনেক প্রার্থী মনোনয়ন থেকে বঞ্চিত হলেও অন্য সব প্রার্থীরা ফরিদগঞ্জে একজন বীর মুক্তিযোদ্ধা ও জেষ্ঠ্য নেতাকে মেয়র প্রার্থী মনোনয়ন দেওয়ায় সম্ভাব্য প্রার্থীরা খুশি।
এরমধ্যে মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মাহফুজুল হক, নতুন মুখ ছাত্রলীগ নেতা কামরুল হাছান সাউদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ছাত্রনেতা অহিদুর রহমান রানা, মহিলা নেত্রী আজমুর বেগম, কামাল হোসেন মিজি, সাবেক ছাত্রলীগ নেতা মজিবুর রহমান, ইকবালসহ বহু সম্ভাব্য প্রার্থী এবং উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃত্বে গত ১৭ জানুয়ারি দুপুরে ফরিদগঞ্জ রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থী আবুল খায়ের পাটওয়ারীর পক্ষে মনোনয়ন পত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সায়েদ সরকার, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশিদ সাগরসহ সম্ভাব্য মেয়র প্রার্থীরা। নেতাকর্মীরা এক উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দেন।
২১ জানুয়ারি, ২০২১।