ফরিদগঞ্জে আ.লীগ ও বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

 

নারায়ন রবিদাস
চতুর্থ দফায় পৌরসভা নির্বাচনে ফরিদগঞ্জ পৌরসভার জন্য আওয়ামী লীগ ও বিএনপির দলীয় মনোনয়ন চূড়ান্ত হয়েছে। আওয়ামী লীগের ২০জন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে গত বুধবার রাতে অনুষ্ঠিত স্থানীয় সরকার বিষয়ক দলীয় মনোনয়ন বোর্ড প্রবীণ রাজনীতিবিদ ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীকে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রদান করে।
অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও মেয়র পদে তাদের দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে। তিনি হলেন- ফরিদগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মো. ইমাম হোসেন পাটওয়ারী। দুই প্রার্থীই গত বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামি ১৪ ফেব্রুয়ারি ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে গত বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের পাটওয়ারীর পক্ষে উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশিদ সাগর, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারসহ দলীয় নেতাকর্মীরা।
এসময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম-সম্পাদক আলমগীর হোসেন, আরিফুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুকী, সদস্য কামাল মিয়াজি, ইউসিসি চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাউছারুল আলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজন প্রমুখ।
অন্যদিকে বিএনপি’র মেয়র পদে দলীয় প্রার্থী ইমাম হোসেন পাটওয়ারীও দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। দলীয় মনোনয়ন সংগ্রহকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সদস্য সচিব আমিন মিজি, ছাত্রদল নেতা আলআমিন, শিবলু প্রমুখ।
১৬ জানুয়ারি, ২০২১।