নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে রফিকুল ইসলাম ওরফে মাসুদ ওরফে মাইস্যা (৩৭) ও সুমন হোসেন ওরফে সোহেল (৩০) নামে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নোয়াখালী জেলার মাইজদী কোর্ট ও হাইমচর উপজেলার আলগী বাজার এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। এদের মধ্যে রফিকুল ইসলাম ওরফে মাসুদ ওরফে মাইস্যা ১০টি ডাকাতি মামলাসহ (এর মধ্যে একটি খুনসহ ডাকাতি) ১৪টি মামলার আসামি।
থানা পুলিশ জানায়, চলতি বছরের ৪ জুলাই ফরিদগঞ্জ উপজেলার রামদাসেরবাগ ও সাহাপুর গ্রামে একই রাতে পরপর চার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঐ ঘটনার তদন্তে নেমে পুলিশ রফিকুল ইসলাম ওরফে মাসুদ ওরফে মাইস্যা ও সুমন হোসেন ওরফে সোহেল নামের আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যের জড়িত থাকার কথা জানতে পারে। পরে বৃহস্পতিবার রাতে নোয়াখালী জেলার মাইজদী কোর্ট এলাকা থেকে রফিকুল ইসলাম ওরফে মাসুদ ওরফে মাইস্যাকে ও হাইমচর উপজেলার আলগী বাজার এলাকা থেকে সুমন হোসেন ওরফে সোহেলকে আটক করে।
পুলিশ আরো জানায়, আটকরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এদের মধ্যে রফিকুল ইসলাম ওরফে মাসুদ ওরফে মাইস্যার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি ডাকাতি মামলা (এর মধ্যে একটি খুনসহ ডাকাতি) ও একটি অস্ত্র আইনে মামলাসহ ১৪ টি মামলা রয়েছে।
আটক রফিকুল ইসলাম ওরফে মাসুদ ওরফে মাইস্যা নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুদাপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে ও সুমন হোসেন ওরফে সোহেল হাইমচর উপজেলার উত্তর আলগী গ্রামের মৃত কলমতরের ছেলে।
ফরিদগঞ্জ থানার ওসি মো. আব্দুর রকিব রফিকুল ইসলাম ওরফে মাসুদ ওরফে মাইস্যা ও সুমন হোসেন ওরফে সোহেল নামে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
২৪ আগস্ট, ২০১৯।