ফরিদগঞ্জে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে হাসমত উল্ল্যা (২৩) নামে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে তার লাশ পোস্টমর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করেছে। উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাহাপুর গ্রামে গতকাল শনিবার এ ঘটনা ঘটে।
মৃত নির্মাণ শ্রমিকের পিতা বশির উল্ল্যা জানান, শুক্রবার রাতে খাবার খেয়ে তিনি তার স্ত্রী এবং ছেলে নির্মাণ শ্রমিক হাসমত উল্ল্যা ঘুমিয়ে পড়েন। গতকাল শনিবার সকাল ১০টার পরও তার ছেলে কক্ষ থেকে না বেরোনোয় তার স্ত্রী শান্তাজ বেগম বন্ধ দরজা ফাঁক দিয়ে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে হাসমত উল্যা লাশ কক্ষের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থা দেখতে পায়। খবর পেয়ে পুলিশ গতকাল শনিবার দুপুরে লাশ উদ্ধার করে বিকালে পোস্টমর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করে।
স্থানীয় ইউপি সদস্য এরমান হোসেন জানান, দুই বছর আগে হাসমত উল্ল্যা বিয়ে করে। তার ঘরে ২ মাস বয়সী একটি শিশু সন্তান রয়েছে।
ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) অহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহনন বলে মনে হয়েছে। তবে পোস্টমর্টেমের পর মৃত্যুর কারণ জানা যাবে।