ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে পানিতে ডুবে ইসরাত জাহান মিলি নামে দেড় বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে ফরিদগঞ্জ পৌর সদরের চরকুমিরা এলাকায় এ ঘটনা ঘটে। মিলি ফরিদগঞ্জ পৌর যুবদলের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আ. কাদির বকুলের মেয়ে।
জানা গেছে, বুধবার দুপুরে শিশুটি বাড়ির অন্য শিশুদের সাথে খেলা করছিল। এরই একপর্যায়ে সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে তার নিথর দেহ ভাসতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুই বোনের মধ্যে মিলি ছিলো ছোট। তার এই অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আছে।
০৯ জুলাই, ২০২০।