ফরিদগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় মামলা, আটক ১৯

ফরিদগঞ্জ ব্যুরো
আসন্ন একাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী নির্বাচনী শোডাউনকে কেন্দ্র করে পুলিশ বিএনপি সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ এই ঘটনায় ১৯ জনকে আটক করে গতকাল মঙ্গলবার বিকালে চাঁদপুর আদালতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণবিধি লংঘন করে সোমবার বিকালে ফরিদগঞ্জে বিএনপির শোডাউন এবং পুলিশকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে আহত করা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে ১৫২ জনকে নির্দিষ্ট ও অজ্ঞাত আরো ৭/৮শ’ জনকে আসামি করে সোমবার রাতে ১৪৩/৩৪১/২৮৩/ ৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/৬২৭ তৎসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ১৫(৩) /২৫(ঘ) আইনে মামলা দায়ের করে।
পুলিশ এই ঘটনায় অভিযান চালিয়ে মামলার অভিযুক্ত ১৯জনকে আটক করে। আটকরা হলো- আরিফ পাটওয়ারী (৪৩), ইমান হোসেন (১৮), ইয়াছিন শেখ (৩৫), সিরাজুল ইসলাম (৩৬), হারুনুর রশিদ (৫৯), কাজী ওসমান গণি (৩৫), মো. রানা (৪৩), নুরুউদ্দিন (১৯), মো. রাসেল (২৬), শাহীন (২৬), জসিম উদ্দিন (২৪), হেলাল উদ্দিন (২২), বেলাল হোসেন (২৪), আব্দুল হক (২৪), রুবেল গাজী (২৬), আশরাফ আলী (২৩), মহিবুল্ল্যাহ (২৩), আবু মুসা (২২) ও আ. কাদের মেম্বার (৫৫)।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, নির্বাচনী আচরণ বিধি লংঘন করে বিএনপির মিছিল করে এবং পুলিশের উপর হামলা, হত্যা চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বাকি অভিযুক্তদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সোমবার বিকালে ফরিদগঞ্জ উপজেলা সদরে বিএনপির শোডাউনকে কেন্দ্র করে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ৩০জন আহত হয়। পুলিশ তাৎক্ষণিক ২ জনকে আটক করে। এরপর সোমবার রাতে ও মঙ্গলবার সকালে আরো ১৭ জনসহ মোট ১৯ জনকে আটক করে মঙ্গলবার বিকালে চাঁদপুর আদালতে প্রেরণ করে।