ফরিদগঞ্জে যুবলীগের আহ্বায়ক কমিটির সংবর্ধনা


দুর্নীতি ও মাদকমুক্ত দেশ গড়তে যুবলীগকে অগ্রণী ভূমিকা দেখতে চান শেখ হাসিনা………….মুহম্মদ শফিকুর রহমান এমপি

নবী নোমান
ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রখ্যাত সাংবাদিক ও স্থানীয় সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান তাঁর বক্তব্যে বলেছেন, বাংলাদেশ এখন আর আগের অবস্থায় নেই। অসম্ভব্য গতিতে ষোল কোটি মানুষের স্বাধীন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার কাজে যার বাঁধা দিবে তাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ছাড় দেবেন না। সে যে দলেরই হোক না কেন। কারণ নেত্রী নিজেই কোন অন্যায় কাজে আশ্রয়- প্রশ্রয়ের বিশ্বাসী নয়। তিনি জানেন, অন্যায়কারীরা কখনো কারও বন্ধু কিংবা তাকে দিয়ে কোন ভালো কাজ হবে না। তাই তিনি সময় থাকতে অন্যায়কারীদের নির্মূলে কঠোর পদক্ষেপ নিয়েছেন। এই অভিযান শুধু ঢাকায় নয়, সারা বাংলাদেশে চলতে থাকবে। সুতরাং যারা অন্যায়ের সাথে জড়িত তারা সময় থাকতে ভালো হয়ে যান, নতুবা দল ছেড়ে অন্য পথে চলে যান। আমরা জননেত্রী শেখ হাসিনার এই পথ চলায় একজন সহায়ক কর্মী হিসেবে কাজ করে যাবো।
তিনি আরো বলেন, দেশে এখন আর কোন বেকার থাকবে না। আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের সাথে সাথে গণমানুষের ভাগ্য পরিবর্তনে ব্যাপক কর্মকা- শুরু করে দিয়েছে। এই সরকার প্রতিটি ঘরে ঘরে যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য কর্মক্ষেত্র তৈরী করছে। দেশ যখন এগিয়ে যাচ্ছে তার সাথে তাল মিলিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন দেখা সোনার বাংলায়ও রূপ নিচ্ছে। তাই জননেত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের জন্য দুর্নীতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার কাজে যুবলীগের অগ্রণী ভূমিকা দেখতে চায়। সেই কাজে আমি মনে করি নবগঠিত ফরিদগঞ্জ উপজেলা যুবলীগও কঠিন ভূমিকা রাখবে।
গতকাল সোমবার পৌরসভার পূর্ব বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন।
পৌর মেয়র মাহফুজুর হকের সভাপতিত্বে এবং পৌর আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন রতনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা খাজা আহমেদ মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, কেন্দ্রিয় মহিলা লীগের সদস্য নাছিমা লোকমান, নব-নির্বাচিত উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন, আল আমিন পাটোয়ারী, যুবলীগের সদস্য আব্দুল গাফফার সজিব, পাবেল পাটোয়ারী প্রমুখ।
পরে সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।

০৮ অক্টোবর, ২০১৯।