ফরিদগঞ্জ ব্যুরো
২০২২-২৩ অর্থ বছরের খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে উফসী আউশ ও পাট ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁদপুরের ফরিদগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে ২,০৫০ জন কৃষকদের হাতে প্রণোদনার সার ও বীজ তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহারের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ, উপজেলা কৃষি অফিসার মো. কামরুজ্জামান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সহ-সভাপতি মো. মহিউদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খোকন চক্রবর্তী।
আলোচনা শেষে বিনামূল্যে ৫০ জন কৃষককে ৫ কেজি করে পাটের বীজ ও ২ হাজার কৃষককে আউশ ধানের বীজ ও সার বিতরণ করেন অতিথিরা।
০৭ এপ্রিল, ২০২৩।