ফরিদগঞ্জের সুষম উন্নয়নে সংসদে কথা বলবো: মুহম্মদ শফিকুর রহমান এমপি

বালিথুবায় নির্বাচনোত্তর সংবর্ধনায়

বালিথুবায় ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে নির্বাচনোত্তর সংবর্ধনায় বক্তব্য রাখেন সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি। -ইল্শেপাড়

আবু তালেব সরদার
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য, প্রখ্যাত সংবাদিক মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, ফরিদগঞ্জের সুষম উন্নয়নে কোন আত্মীয়ের কথা নয়, মহান সংসদে আমি ফরিদগঞ্জবাসীর কথা বলবো। তিনি বলেন, ২০১৮ সালে নির্বাচনে সারাদেশে নৌকার বিজয় হয় একমাত্র সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কৃতকর্মের কারণে আগে বিদ্যুতের লোডসেডিং হতো, এখন তা আর হয় না। শেখ হাসিনার আমলে দেশে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়।
তিনি আরো বলেন, আগে মাথাপিছু ৬২ ডলার, এখন ১৭৬২ ডলার জনপ্রতি বাৎসরিক আয় হয়। তিনি এক পর্যায়ে উপস্থিত মাদ্রাসা ও স্কুল শিক্ষক ও অভিভাবকদের প্রতি লক্ষ্য করে বলেন, আপনারা সন্তানদের সুশিক্ষায় শিক্ষিতের পাশাপাশি বঙ্গবন্ধুর কথা, শেখ হাসিনার কথা এবং উনাদের জীবনিও শিখান। আপনাদের সন্তানরা ঠকবে না। তিনি বলেন, আমাকে ফুল দিয়ে কেউ অন্যায়ভাবে সুযোগ নিবেন তা থেকে আমি সতর্ক। আমি ভাল কাজের পক্ষে সার্বক্ষণিক সজাগ।
গতকাল বৃহস্পতিবার বালিথুবা ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে নির্বাচনোত্তর বিশাল বিজয় ও সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
আবদুল হাই মজুমদারের সভাপতিত্বে ও শিক্ষক কামালের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্ট্রাক্টর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হারুন অর রশিদ সাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, কেন্দ্রিয় যুবলীগ নেতা মহিউদ্দিন খোকা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহম্মদ মজুমদার, যুবলীগ নেতা জসিম উদ্দিন, পাইকপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফায়েল আহম্মেদ পাটওয়ারী। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বালিথুবা ইউনিয়নের মাধ্যমিক স্কুল, দাখিল মাদ্রাসা, প্রাইমারী স্কুল, গল্লাক কলেজসহ মোট ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের প্রিয় নেতাকে ফুল দিয়ে বরণ করে নেয়।