ফিলিস্তিনে ইসরায়েলী হামলার প্রতিবাদে মতলব উত্তরে বিক্ষোভ ও মানববন্ধন

মতলব উত্তর ব্যুরো
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বিমান হামলার প্রতিবাদে মতলব উত্তর উপজেলায় বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি। গত শুক্রবার (২১ মে) বেলা ১১টায় মতলব উত্তর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন মানবাধিকার কর্মীরা।
বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা বলেন, ফিলিস্তিনে নামাজরত মানুষের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়ে মানুষ হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এমন বর্বর হামলার পরও বিশ্ব সম্প্রদায় চুপ আছে।
সমাবেশে বক্তারা আরো বলেন, ফিলিস্তিনি নিরিহ মুসলমানের উপর বর্বোরচিত হামলা চলছে, এ বিষয়ে প্রতিবাদ করা সকল মানুষের মানবিক দায়িত্ব। সেখানে নারী ও শিশুরা অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে, তা নজিরবিহীন ও ন্যাক্কারজনক। কোথায় ওআইসি, কোথায় এমোনেস্টি ইন্টারন্যাশনালসহ বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো। আসুন আমরা মানবতার কথা বলি। নিরিহ ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াই।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি শহিদ উল্লাহ মাস্টারের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক ঢালী কামরুজ্জামান হারুন পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ মিয়াজী, সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম, জাতীয় মানবাধিকার সমিতি মতলব উত্তর উপজেলার সাধারণ সম্পাদক কবি নূর মোহাম্মদ, সহ-সভাপতি সাংবাদিক জহিরুল হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এমএ সাহেদ সালাম, সহ-সাংগঠনিক সাইফুল ইসলাম, ধর্ম বিষয় সম্পাদক ইএমআই গাজ্জালী, দপ্তর সম্পাদক সুমন আহমেদ, ছেঙ্গারচর পৌর সভাপতি আবদুল মালেক খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইমদাদুল হক মানিক, ধর্ম সম্পাদক মাওলানা বাতেন ফরাজী, সদস্য ডা. কাউছার মেহেদী, মো. জসীম উদ্দিন খানসহ সব ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

২৩ মে, ২০২১।