জাতির পিতার বাংলাদেশের জন্য আমরা এখনো তেমন কিছু করতে পারিনি …………………………জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী
স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, সর্বাদাই আমরা বাঙালিরা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। বৃটিশ শাসকদের প্রায় দু’শ বছর শাসনের পর এলো পাকিস্তানের শাসন। কিন্তু তারা আমাদের উপর আরো বেশি জুলুম অত্যাচার শুরু করলো। আর তাদের একনাগারে অসহনীয় জুলুম নির্যাতনের দিতে যিনি মাথা শির উঁচু করে দাঁড়িয়েছিলেন। তিনি হলেন হাজার বছেেরর শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৫২, ৫৪, ৬২, ৬৬, ৬৯, ৭০ এর নির্বাচন এবং সবশেষ আমাদের মহান স্বাধীনতার প্রাপ্তির ৭১ আন্দোলন সংগ্রাম অধিকার প্রতিষ্ঠা সবই মহান নেতা শেখ মুজিবের সৃষ্টি।
তিনি আরো বলেন, আজ যে মুজিব একটি বাংলাদেশ দিয়ে গেছেন তার জন্যে আমরা এখনো তেমন কিছু করতে পারিনি। যে সোনার বাংলা গড়ার স্বপ্ন জাতির পিতা দেখেছেন তা আমাদের তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়ে তুলতেই হবে। আর সেজন্য আজকে প্রজন্ম তোমাদের ভূমিকা রাখতে হবে।
গত শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চাঁদপুর আহমাদিয়া ফাজিল মাদরাসার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির সমাপনী দিনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অধ্যক্ষ মাও. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির অর্থায়নে দেয়া আমাদের ভাষা আন্দোলন, স্বাধীনতা ও বঙ্গবন্ধু সম্পর্কিত অর্ধশত বই ও উপকরণ তুলেদেন। এর আগে তিনি শোকের মাস তথা শোককে শক্তিতে রূপান্তরিত করার অংশ হিসাবে মাদরাসা চত্বরে বনজ ও ফলজ বৃক্ষরোপণ করেন। এ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেয়।
০২ সেপ্টেম্বর, ২০১৯।