বালিয়ায় সমাজসেবক নূরুল আমিনের দাফন সম্পন্ন


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বালিয়া সাপদী আবেদীয়া জলিলীয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ এ কে এম নূরুল আমিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……… রাজেউন)। গত রোববার দিবাগত রাত ১২টায় ঢাকার শাহজাহানপুরস্থ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
গতকাল সোমবার বাদআছর তার নিজ প্রতিষ্ঠান সাপদী আবেদীয়া জলিলীয়া মহিলা মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মাদ্রাসার সুপার মাও. মো. ফরিদ আহম্মেদ।
জানাযায় অংশ নেন মাদ্রাসার সহকারী সুপার মাও. জাকির হোসেন হিরু, দৈনিক ইল্শেপাড়ের সহকারী সম্পাদক পীরজাদা মাও. মাহফুজ উল্ল্যাহ খান ইউসুফী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাকির হোসেন বহরদার, দৈনিক চাঁদপুর খবরের সহ-বার্তা সম্পাদক মাও. আহম্মদ উল্ল্যাহ্, অ্যাড. আ. কাদের খান, শিক্ষক মাও. জাকির হোসেন, মো. আজিজুল আমিন সোহেল, ফরিদুল জামান, মোয়াজ্জেম হোসেন জাকির, মাও. আ. কাদির, আমিনুল এহসান, বিল্লাল হোসেন, মাও. সোলাইমান মীর, সাইফুল ইসলামসহ মাদ্রাসার সব শিক্ষক ও স্থানীয় মুসল্লিরা।
উল্লেখ্য, আলহাজ এ কে এম নূরুল আমিন বালিয়া সাপদী আবেদীয়া জলিলীয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি ডাইরেক্টর, সাপদী ইসলামী উন্নয়ন ট্রাস্টের চেয়ারম্যান, সাপদী কমিউনিটি ক্লিনিকের জমিদাতা সদস্য, সাপদী বাইতুল মামুর জামে মসজিদ কমিটির সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে সেবা করে গেছেন।

১৭ সেপ্টেম্বর, ২০১৯।