
সাইফুল মিজান
বিদ্যুতের আলোয় আলোকিত হল কচুয়ার ৩ গ্রামের ৪শ’ ৫৩ পরিবার। গতকাল শনিবার বিকেলে উপজেলার বাইছারা উচ্চ বিদ্যালয় মাঠে বাইছারা, লইয়ামেহের ও নোয়াদ্দা গ্রামে বিদ্যুত সংযোগের ফলে ৩ গ্রামের ৪শ’ ৫৩ পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হল। বিদ্যুতায়নের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশ্রাফ এমপি।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির সভাপতিত্বে উদ্বোধনোত্তর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, জেলা পরিষদ সদস্য মো. সালাউদ্দিন ভূঁইয়া, ঢাকা শাহবাগ থানা আ.লীগ সভাপতি জিএম আতিকুর রহমান, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা আ.লীগের সদস্য মিজান সরকার, ডিজিএম মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবলীগ সভাপতি ইসমাইল ভূঁইয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সরকার প্রমুখ।