মনিরুল ইসলাম মনির
সাহসিকতা ও সেবামূলক কাজের জন্য বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পেয়েছেন পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির পিপিএম। গতকাল মঙ্গলবার উপসচিব ফারজানা জেসমিনের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
২০১৮ সালে নিজেদের পেশায় অসীম সাহসিকতা ও বীরত্বমূলক কাজের স্বীকৃতি হিসেবে এ বছর পুলিশের ৪০জন সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ৬২ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক দেয়া হয়েছে। পুলিশ সুপার জিহাদুল কবির এর আগে রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম (সেবা) পেয়েছেন।
পদক পাওয়ার বিষয়ে অনুভূতি জানতে চাইলে পুলিশ সুপার জিহাদুল কবির জানান, পেশাগত কাজের স্বীকৃতি পেলাম। অবশ্যই ভাল লাগছে। এ অর্জনের কারণে আমার দায়িত্বটা আরো বেড়ে গেলো।
তিনি জানান, আমি চাঁদপুর ছাড়াও আগের কর্মস্থল পাবনায় উল্লেখযোগ্য কাজের বিবরণ দিয়েছি পদক প্রস্তাবনার জন্য কাগজপত্রে। এছাড়া চাঁদপুরের হাজীগঞ্জে দুলাভাই ও শ্যালিকা মিলে আপন বোনকে হত্যা, কয়েক যুগ পরে হারিয়ে যাওয়া মেয়েকে বাবার কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা, ফরিদগঞ্জে ৭ জঙ্গি আটকসহ আরো কিছু কাজ উল্লেখযোগ্য। বিশেষ করে ২০১৮ সালের সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচন চাঁদপুরে শান্তি ও শৃঙ্খলার মধ্যে অনুষ্ঠিত হওয়া।
পুলিশ সুপার আরো বলেন, আমার পেশাগত কাজের অনেক কাজেই উল্লেখ করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ কিভাবে আমাকে নির্বাচন করেছেন অথবা কোন কাজটি গুরুত্বপূর্ণ ছিলো সেটি এ মুহূর্তে বলতে পারছি না। তবে আমার ধারণা সুষ্ঠুভাবে চাঁদপুরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এ বিষয়টি হতে পারে।
উল্লেখ্য, আগামি ৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ পদক প্রদান করবেন।
- Home
- প্রথম পাতা
- বিপিএম পদক পেলেন এসপি জিহাদুল কবির