মতলব উত্তর আ.লীগের আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সাংগঠনিক সভা

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলায় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কের নিজ বাড়ি বাগানবাড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা অ্যাড. রুহুল আমিন সরকার।
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মিয়া মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলার আওয়ামী লীগের আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও মোহনপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সামসুল হক চৌধুরী, সদস্য ও জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন, বাগানবাড়ি ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, সদস্য ও ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, সদস্য ও ষাটনল ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, সদস্য ও সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান অ্যাড. হাবিবা ইসলাম সিফাত, সদস্য গাজী ইলিয়াছুর রহমান, মিয়া আসাদুজ্জামান, সদস্য ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরকার আবুল কালাম আজাদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল্লা, সদস্য ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অ্যাড. সেলিম মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার, কলাকান্দা ইউপি চেয়ারম্যান সোবহান সরকার সুভাসহ নেতাকর্মীরা।
সভা শেষে প্রেস বিফ্রিংয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা যেন বিজয়ী হতে পারে, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাইকে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। যারা আওয়ামী লীগ করেও নৌকার প্রার্থীদের হারানোর চেষ্টায় বিদ্রোহী প্রার্থী হবেন, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য সংগ্রহ শুরু হবে সহসাই।
তিনি আরো বলেন, অসৎ, সুযোগ সন্ধানী ও সুদিনের মৌমাছির মতো যারা দলে ভিড়েছেন, তাদের কোনোভাবেই কমিটিতে স্থান দেওয়া হবে না বলে জানান। কমিটিতে তৃণমূলের পরীক্ষিত, নিবেদিত ও দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদেরই জায়গা দেওয়া হবে। একই সঙ্গে উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলন এবং কমিটি গঠনের কার্যক্রম দ্রুত করা হবে বলে জানান তিনি।
১৯ সেপ্টেম্বর, ২০২১।