মতলব উত্তর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

অপরাধমুক্ত বাসযোগ্য মতলব উত্তর গড়তে কাজ করছি
…..উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলায় বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশিস দাশের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
তিনি বলেন, মতলব উত্তরকে সুন্দর একটি উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিদের একসঙ্গে কাজ করতে হবে। এজন্যে আমার পক্ষ থেকে যা যা প্রয়োজন তা আমি করতে প্রস্তুত এবং করে যাচ্ছি।
তিনি আরো বলেন, মতলব উত্তরকে অপরাধমুক্ত করতে অপরাধ দমনে নিরলস ভাবে কাজ করতে হবে। জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্য বিবাহ, মাদক, ভূমিদস্যু, জুয়া, পারিবারিক কলহসহ বিভিন্ন অপরাধ থেকে উপজেলাকে মুক্ত করতে নানা কৌশল অবলম্বন করতে হবে। মানুষের জান-মালের নিরাপত্তা বিধান করতে সবাই কাজ করবো।
বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারুক হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, মতলব উত্তর উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী, ইউনিয়ন চেয়ারম্যান নূর মোহাম্মদ, দেওয়ান আবুল খায়ের, মোসাদ্দেক হোসেন মুরাদ, একেএম শরীফ উল্লাহ সরকার, মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, মোসাদ্দেক হোসেন মুরাদ, সোবহান সরকার সুভা, দেলোয়ার হোসেন মল্লিক, রাসেদ মেম্বার।
আইন-শৃংখলা সভা শেষ হওয়ার পর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশিস দাশসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উল্লেখ্য, সভায় মতলব উত্তর উপজেলার বেলতলি মাজারে ভাদ্র মাসের মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিষ দাশ ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।
২৭ আগস্ট, ২০২০।