বসুন্ধরা গ্রুপের সোবহান পরিবারের শান্তির জন্য
মতলব উত্তর ব্যুরো
সুপ্রতিষ্ঠিত বসুন্ধরা গ্রুপের কর্ণধার আহমেদ আকবর সোবহান ও সোবহান পরিবারের সব সদস্য এবং বিশেষভাবে নবাগত সদস্যের জন্য কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে মতলব উত্তর উপজেলার সাঁড়ে পাঁচানী হোসাইনীয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, টেকনো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক ইলশেপাড়ের সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমানের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান। আরো উপস্থিত ছিলেন সাঁড়ে পাঁচানী হোসাইনীয়া সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাও. রেবায়েত উল্লাহ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, সাবেক ছাত্রনেতা নুরে আলম মুরাদ, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামল, সাবেক আহ্বায়ক রবিউল সরকার, সাদুল্লাপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি রফিকুল ইসলাম, যুবলীগ নেতা আবুল কাশেমসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
এসময় দোজাহানের সবার শান্তি কামনা ও বসুন্ধরা গ্রুপের সোবহান পরিবারের জন্য বিশেষ করে নবাগত সদস্যের জন্য দোয়া করা হয়।
১১ এপ্রিল, ২০২২।