মনিরুল ইসলাম মনির
বন্যাপ্রবণ ও নদী ভাঙন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ (৩য় পর্যায়) এর আওতায় মতলব উত্তর উপজেলার শরীফ উল্লাহ স্কুল এন্ড কলেজ বন্যা আশ্রয় কেন্দ্রের ৩ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিস দাশ, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবহারকারী ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, শরীফ উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শরীফ উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারী, পৌর আওয়ামী লীগের সভাপতি হাছান কাইয়ুম চৌধুরী, আওয়ামী লীগের নেতা আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব জানান, ২০১৯-২০ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বন্যাপ্রবণ ও নদী ভাঙ্গন এলাকায় বন্যা আশ্রয়ন কেন্দ্র নির্মাণের ৩য় মেয়াদে ৩ কোটি ১৬ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এ ভবন।
৯ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরে বন্যা আশ্রয়কেন্দ্রের ৩ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন