মতলব উত্তরে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু


মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম (৪০) নামে এক মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে। ইব্রাহিম উপজেলার গজরা ইউনিয়নের সদরদিয়া গ্রামের মৃত বারেক প্রধানের ছেলে।
ইব্রাহিমের স্বজনরা জানান, ইব্রাহিম আজ রোববার মালয়েশিয়া ফেরত যাওয়ার কথা ছিল। তাই শনিবার সকালে ঘরের ফ্রিজের লাইন ঠিক করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, ইব্রাহিমের ৫ বছরের একটি ছেলে রয়েছে এবং তার স্ত্রী অন্তঃসত্ত্বা।