মতলব উত্তরে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার সটাকী ও সুগন্ধি যুবসমাজের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। উপজেলার শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এতে মুক্তিযোদ্ধা সংসদ ২-০ গোলে শেখ জামালকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আলাউদ্দিন প্রধান।
খেলা শেষে ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ড শাখার সভাপতি আমির আলী মোল্লার সভাপতিত্বে সাংবাদিক কামাল হোসেন খানের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডির আহ্বায়ক আলহাজ হারুন-আর-রশিদ সরকার, অধ্যক্ষ মো. শরীফ উল্লাহ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সটাকী বাজার কমিটির সভাপতি মো. মিজানুর রহমান মোল্লা, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজুর রহমান ভুলন চৌধুরী, ঢাকা জর্জকোর্টের আইনজীবী অ্যাড. শামিমুল ইসলাম, ছেংগারচর পৌরসভার কাউন্সিলর বোরহান উদ্দিন প্রধান, ডা. মাহমুদুল হাসান কাফি, বিশিষ্ট সমাজসেবক আক্কাস আলী মোল্লা, বিল্লাল হোসেন অজি, মো. কাজল অজি, আজম রাঢ়ী, বিল্লাল মোল্লা, মালেক রাঢ়ী, মো. ফারুক আহম্মেদ রাঢ়ী, শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক শাহজালাল মাস্টার, সমাজসেবক মোশারফ হোসেন ফকির, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান প্রধান, পৌর আওয়ামী লীগ নেতা কাজী মো. আমিনুল ইসলাম (আমিন), সমাজসেবক মো. কাউছার রাঢ়ী, মো. কবির ফকির, মো. শাহনুর ইসলাম, ষাটনল ইউপির ৩নং ওয়ার্ডের মেম্বার মনির সরকার, মো. লাদেন সরকার প্রমুখ।
এসময় বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতি মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি ইবনাল মঈন আহম্মেদ রিপন, সাধারণ সম্পাদক শাহিন প্রধান ফাইনাল উপভোগ করেন।
২২ আগস্ট, ২০২১।