মতলব উত্তরে স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার উপজেলা অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার (১১ আগস্ট) বিকেলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে

Exif_JPEG_420

বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরীফ উল্লাহ সরকার, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিয়া মো. আসাদুজ্জামান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওসমান গনি শিকদার।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক খসরু ঢালীর সভাপতিত্বে ও সদস্য সচিব আক্তারুজ্জামানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদ সরকার, মাহফুজ সরকার, দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন লস্কর, ইসলামাবাদ ইউনিয়ন স্বেছাসেবক লীগের সভাপতি জালাল উদ্দিন ভূঁইয়া, ফতেপুর পশ্চিম ইউনিয়ন স্বেছাসেবক লীগের সভাপতি গোলাম মোস্তফা, ষাটনল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, মতিন মিয়াজি, ইসলামাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ।
১২ আগস্ট, ২০২১।