
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার গ্রামের বিশিষ্ট সমাজসেবক, রুহিতারপাড় ডিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা মো. নাসির উদ্দিন চৌধুরী গত রোববার সকাল সাড়ে দশটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, এক কন্যা, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
দ্বিতীয় জানাজা শেষে বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক খবির উদ্দিন চৌধুরী, সমাজসেবক মিজানুর রহমান চৌধুরী, হাজি মনির হোসেন বেপারী, আব্দুল কাইয়ুম খান, জহিরুল ইসলাম চৌধুরী, আব্দুল আজিজ প্রধান, জাকির হোসেন খান, সারোয়ারুল আবেদীন খোকন, অ্যাড. মঞ্জুর মোর্শেদ সুইট, অ্যাড. খালেদ মোশারফ, হেলাল উদ্দিন চৌধুরী, মাসুদ পারভেজ, ইঞ্জিনিয়ার মারুফ, লিয়াকত আলীসহ সামাজিক, রাজনেতিক ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।