মোট আক্রান্ত ৭১ জন
মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলায় চিকিৎসকসহ নতুন করে আরো ১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় ৭১ জন করোনা রোগী শনাক্ত হলো। শনিবার (২০ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে জানা গেছে, মতলব দক্ষিণ উপজেলায় নতুন করে ১৫ জন ও পুরনো ৬ জনেরও করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। নতুন করে আক্রান্তদের মধ্যে শহরের কলাদী এলাকার ৫ জন, ঘোষপাড়ার ১ জন, নবকলসের ৪ জন, বাইশপুরের ১ জন, মধ্য দিঘলদীতে ১ জন, উপাদী দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী গ্রামের ১ জন ও ভ্রাম্যমাণ ১ জন। আগে সংক্রমিত বাজারের ব্যবসায়ী রাধুু সাহা (৭৫) এর পরিবারের ৬ জনের রিপোর্ট আবারো পজেটিভ এসেছে।
এদিকে নতুন শনাক্তদের মধ্যে চিকিৎসক, রাজনীতিবিদ ও শিক্ষক রয়েছেন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ৬ রোগী সুস্থ হয়েছেন ও ২ জন মারা গেছেন। এখনো কিছু নমুনা পরীক্ষার ফলাফল অপেক্ষামান রয়েছে।
দেরিতে এ উপজেলায় করোনার সংক্রমণ শুরু হলেও বর্তমানে এর দ্রুত সংক্রমণে জনগণ আতঙ্কে আছে। দিন-দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনার রেড জোনের তালিকায়ও রয়েছে এ উপজেলাটি।
কচি-কাঁচা প্রিক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ও আল-আমিন ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদল বলেন, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অবহেলা করায় আক্রান্তের সংখ্যা এখানে দ্রুত বাড়ছে। তাই জনসাধারণের আরও সচেতন হয়ে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব ও জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কাওছার হিমেল বলেন, নতুন করে আক্রান্তদের বাড়ি লকডাউন করা ও আক্রান্তদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।
২০ জুন, ২০২০।