মতলব দক্ষিণে জন্মাষ্টমীর উদ্বোধন করেন নুরুল আমিন রুহুল এমপি


মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণে ধর্মীয় ভাবগম্ভীর্য্যের মধ্য দিয়ে যুগাবতার কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ মতলব দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ মতলব দক্ষিণ শাখার আহ্বায়ক তাপষ কুমার সাহার সভাপতিত্বে এবং সাংবাদিক নিমাই চন্দ্র ঘোষের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম, কেন্দ্রিয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সহ-সম্পাদক নির্মল গোস্বামী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহম্মেদ, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ।
পরে অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি ফিতা কেটে জন্মাষ্টমীর উদ্বোধন করেন এবং আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন।

২৪ আগস্ট, ২০১৯।