মতলব দক্ষিণে জাতীয় যুব দিবসে র‌্যালি আলোচনা ও ঋণ বিতরণ

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে গত ১ নভেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। যুব দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘জেগেছে যুগ গড়বে দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ।’
র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুব উল আলমের সভাপতিত্বে ও মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদিন প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা আক্তার আঁখি।
এসময় উপস্থিত ছিলেন মতলব পৌরসভার সাবেক প্রথম চেয়ারম্যান নূরুল ইসলাম নূরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, মতলব পৌরসভা ৬নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ মৃধাসহ সামাজিক রাজনৈতিক, সাংবাদিক ও সুধীজন।
অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করেন ন্যাশনাল সার্ভিসের কর্মী মো. বাহার উদ্দিন ও গীতা পাঠ করেন সুদেব চন্দ্র আচার্য্য।