মতলব দক্ষিণে র‌্যালি ও আলোচনা সভা


জাতীয় স্বাস্থ্য সেবা দিবসে

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণে জাতীয় স্বাস্থ্য সেবা দিবস ২০১৯ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ১৭ এপ্রিল সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মাহমুদুল হাসান সুমন।
বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতম বোরহান উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (কনসালটেন্ট) ডা. মো. ছিদ্দিকুর রহমান টুটুল, মেডিকেল অফিসার ডা. মো. এনামুল হক, মতলব প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজ মল্লিক প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার উম্মে বিলকিছ আঁখি, ডা. নূসরাত জাহান মিথেনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সেবক-সেবিকাবৃন্দ। আলোচনা সভার আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।