মতলব দক্ষিণের নতুনকুঁড়ি একাডেমির শিক্ষাসফর সম্পন্ন


স্টাফ রিপোর্টার
মতলব দক্ষিণ পৌর এলাকায় অবস্থিত নতুনকুঁড়ি একাডেমির শিক্ষা সফর সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার চাঁদপুর সদর উপজেলার শাহতলী ফাইভ স্টার পার্কে মতলব পৌর এলাকার ঢাকিরগাঁওয়ের নতুনকুঁড়ি একাডেমির শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। শিক্ষা সফরে একাডেমির শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, পরিচালক, অভিভাবকসহ শুভানুধ্যায়ীরা অংশ নেন।
শিক্ষা সফরে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, বিশেষ অতিথি দৈনিক চাঁদপুর দিগন্তের ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান খান, বাংলা রিপোর্টের সম্পাদক এ এম ইদ্রিস খান, সাংবাদিক ও গীতিকার কবির মিজি, একাডেমির পরিচালক মঞ্জুর আহম্মেদ, জসিম উদ্দিন প্রধান, আবুল ফজল, রেজাউল ইসলাম ও আবদুল বাতেন।
সমাপনী পর্বে অতিথিরা শিশুদের শিক্ষা সক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। এছাড়া শিক্ষা সফরের সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করেন মোহনা শিল্পীগোষ্ঠী, গীতিকার কবির মিজি, অথৈ ও ঐতি।