প্রেসিডেন্ট মোফাজ্জল ও সেক্রেটারী শ্যামল
প্রেস বিজ্ঞপ্তি
মতলব রোটারী ক্লাবের ২০১৯-২০ রোটারী বর্ষের পূর্ণাঙ্গ বোর্ড গঠন করা হয়েছে। ক্লাব কার্যালয়ে গত ৩০ জুন বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এ বোর্ড গঠন করা হয়। আলোচনা সভায় অংশগ্রহণ করেন চার্টার প্রেসিডেন্ট রোটা. ডা. একেএম মাহাবুবুর রহমান, প্রেসিডেন্ট রোটা. উপাধ্যক্ষ আফরোজা খাতুন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সেক্রেটারী রোটা. গোলাম সারওয়ার সেলিম, সেক্রেটারী ইলেক্ট রোটা. শ্যামল চন্দ্র দাস, ট্রেজারারা রোটা. রেদওয়ান আহমেদ জাকির, ডিরেক্টর রোটা. মনির হোসেন, রোটা. উত্তম ঘোষ, রোটা. কিশোর কুমার ঘোষ, রোটা. হেদায়েত উল্লাহ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ২০১৯-২০ রোটারী বর্ষের বোর্ড হলো- প্রেসিডেন্ট রোটা. মোহাম্মদ মোফাজ্জল হোসেন, আইপিপি রোটা. উপাধ্যক্ষ আফরোজা খাতুন, চার্টার প্রেসিডেন্ট রোটা. ডা. একেএম মাহাবুবুর রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. আব্দুল হাই, ভাইস প্রেসিডেন্ট রোটা. রোটা. গোলাম সারওয়ার সেলিম, সেক্রেটারী রোটা. শ্যামল চন্দ্র দাস, সেক্রেটারী ইলেক্ট রোটা. রেদওয়ান আহমেদ জাকির, জয়েন্ট সেক্রেটারী রোটা. ডা. মাহমুদুল হাসান, ট্রেজারার রোটা. মনির হোসেন, সার্জেন্ট এট আর্মস রোটা. নুরুন নাহার আক্তার বকুল, ডিরেক্টর- ক্লাব এডমিনিসট্রেশান রোটা. ইফতেখার উদ্দিন কাদরী, পাবলিক রিলেশান রোটা. আয়েশা সুলতানা, ইয়ুথ সার্ভিস রোটা. কিশোর কুমার ঘোষ, ক্লাব সার্ভিস প্রজেক্ট রোটা. উত্তম কুমার ঘোষ, কমিউনিটি সার্ভিস রোটা. ডা. নুসরাত জাহান মিথেন, ক্লাব ট্রেইনার রোটা. ইঞ্জিনিয়র মো. দেলোয়ার হোসেন পিএইচএফ, এমসি, বুলেটিন এডিটর রোটা. হেদায়েত উল্লাহ।
২০১৯-২০বর্ষের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা হলেন- সার্ভিস প্রজেক্ট চেয়ার রোটা. ডা. একেএম মাহাবুবুর রহমান, রোটারী ফাউন্ডেশন চেয়ারম্যান রোটা. উপাধ্যক্ষ আফরোজা খাতুন, মেম্বারশীপ চেয়ার রোটা. নূর-ই-আলম, ক্লাব এডমিনিসট্রেশান চেয়ার রোটা. আব্দুল হাই ও পাবলিক রিলেশান আয়েশা সুলতানা।
১ জুলাই, ২০১৯।