মতলবে জব্দকৃত জাটকা এতিমখানায় বিতরণ


মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা মৎস্য অফিসের অভিযানে গতকাল রোববার সকালে পৌরসভার বাইশপুর বেপারী বাড়ি থেকে জাটকা জব্দ করা হয়। এ অভিযানে টের পেয়ে জাটকা বিক্রেতা রিপন বেপারী ও তার বড় ভাই জসিম বেপারী জাটকার দু’টি ড্রাম পার্শ্ববর্তী কবরস্থানে রেখে পালিয়ে যায়।
জানা যায়, পৌরসভার দক্ষিণ বাইশপুর বেপারী বাড়িতে ঐ দুই ভাই গোপনে জাটকা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা ও পুলিশ সদস্য ঐ দিন ২০ কেজি জাটকা জব্দ করে। পরে জাটকাগুলো এতিম খানায় বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, উপজেলায় জাটকা সংরক্ষণ অভিযান অব্যাহত রয়েছে। বিক্রি, মজুদ ও সংরক্ষণে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।