সম্মিলিত প্রচেষ্টায় হাজীগঞ্জকে এগিয়ে নিতে হবে
…….পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন
হাজীগঞ্জ ব্যুরো
প্রতি কেজি গরু ও মহিষের মাংস কত দামে বিক্রি হবে, তা নির্ধারণ করে দিয়েছে হাজীগঞ্জ পৌরসভা। পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বাজার নিয়ন্ত্রণ ও নিয়ম-শৃঙ্খলা রক্ষার্থে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে জন্য সোমবার পৌর সভাকক্ষে মাংস ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এই দাম ঠিক করা হয়।
মতবিনিময় সভায় পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন বলেন, ব্যবসায়ীদের সাথে আলোচনার ভিত্তিতে এবং সর্বসম্মতিতে পবিত্র রমজানে মাংসের দাম নির্ধারণ করা হয়েছে। তাতে প্রতি কেজি গরুর মাংস হাড় ছাড়া ৫৭০, হাড়সহ ৫২০ এবং মহিষের মাংস ৪৭০ টাকায় বিক্রি হবে ঠিক করা হয়।
তিনি বলেন, এছাড়া আগের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কেজি মাংসে ১০০ গ্রাম চর্বি ও হাড়সহ মাংসে প্রতি কেজিতে ২০০ গ্রাম হাড় দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। প্রতি কেজি মাংসে এর বেশি চর্বি ও হাড় দেয়া যাবে না। তবে মাংস মানসম্পন্ন হতে হবে। সেই সাথে ভোক্তাদের সাথে ব্যবসায়ীক আচরণের প্রতি অনুরোধ জানান তিনি।
হাজীগঞ্জ বাজারের ঐতিহ্য ধরে রাখতে হবে উল্লেখ করে আ.স.ম মাহবুব-আলম-লিপন বলেন, ব্যবসাবান্ধব নগর হিসেবে ‘হাজীগঞ্জ’ পরিচিতি লাভ করেছে। এ বাজার সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত এবং নিরাপদ ব্যবসা কেন্দ্র হিসেবে গড়ে তোলতে স্থানীয় ও পৌরবাসী, রাজনৈতিক, প্রশাসনিক, ব্যবসায়ী সমিতিসহ সর্বস্তরের ব্যবসায়ীদের অবদান রয়েছে।
তিনি বলেন, হাজীগঞ্জ বাজারের এই সুনাম ও ঐহিত্য ধরে রাখা এবং ব্যবসায়ীক সমৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে সবার আন্তরিক ও সার্বিক সহযোগিতা প্রয়োজন। আমরা সবার সম্মিলিত প্রচেষ্টায় হাজীগঞ্জকে আরো এগিয়ে নিতে হবে। এজন্য পৌরসভার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
পৌর সচিব মুহাম্মদ নূর আজম বিন শরীফের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র-১ রায়হানুর রহমান জনি, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার আলহাজ ইমাম হোসেন, পৌর কর নির্ধারক মো. আবু ইউছুফ, দেশকণ্ঠের সম্পাদক ও প্রকাশক এনায়েত মজুমদার, হকার্স মার্কেটের দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সোহেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউছুফ গাজী মহন, মাংস ব্যবসায়ী আবুল ফারাহ, খলিলুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র- ২ মো. শুকু মিয়া, কাউন্সিলর হাবিবুর রহমান, রিটন চন্দ্র সাহা, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আসফাকুল আলম চৌধুরী, প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুজ্জামান টুটুল, আমার কন্ঠের সম্পাদক কামাল হোসেন, নতুনেরডাকের সম্পাদক মহিউদ্দিন আল আজাদ, প্রেসক্লাব সদস্য মোহাম্মদ হাবীব উল্যাহ্ প্রমুখ।
এ সময় ব্যবসায়ী সমিতি ও হর্কাস মার্কেটের দোকান মালিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও মাংসের ব্যবসায়ীরা এবং পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘হাজীগঞ্জে সিন্ডিকেটে গরুর মাংস! কেজি ৭০০টাকা’ এমন শিরোনামে দৈনিক ‘ইলশেপাড়’ পত্রিকার শেষ পাতায় একটি সংবাদ গতকাল সোমবার প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের দিন মাংস ব্যবসায়ীদের সাথে বসে মাংসের দাম নির্ধারণ করেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন।