প্রেস বিজ্ঞপ্তি :
গত ৩০ নভেম্বর বাংলাদেশে চক্ষু চিকিৎসায় সহায়তাকারী প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম অস্ট্রেলিয়ান সহযোগী সংস্থা দি ফ্রেড হলোস ফাউন্ডেশন, বাংলাদেশের আয়োজনে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দি ফ্রেড হলোস ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ডা. জেরিন খায়ের ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ জাহিদুর রহমান ও পোগ্রাম ম্যানেজার মো. আমিনুর রহমানসহ সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক এমএ মাসুদ ভূঁইয়া, চীফ কনসালটেন্ট ডা. মো. আনোয়ার হোসেন শেখ, ম্যানেজার-এডমিন (চলতি দায়িত্ব) শামীম খান ও সিনিয়র সহকারী হিসাব কর্মকর্তা সঞ্জয় অধিকারী সভায় উপস্থিত ছিলেন।
সভায় মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিচালিত বিভিন্ন কার্যক্রমের ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। হাসপাতালের সার্বিক কার্যক্রম মূল্যায়ন করে দি ফ্রেড হলোস ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। পরে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে তাদের সহযোগিতায় দরিদ্র রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন সেবা প্রদানের জন্য ‘কম্প্রিহেনসিভ আই কেয়ার ইন চিটাগং ডিভিশন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্যে উভয় সংস্থা একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করে ভবিষ্যত পরিকল্পনা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক এমএ মাসুদ ভূঁইয়া অরবিসের সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের হাসপাতাল পরিদর্শন করার আমন্ত্রণ জানান।