মানবাধিকার কমিশনের সভা, দোয়া ও সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার
জাতীয় শোক দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে ‘মানবাধিকার সুরক্ষায় বঙ্গববন্ধুর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সকল শীহদদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে রোটারী ক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার  মো. মিজানুর রহমান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর মানবাধিকার বিষয়ে আলোচনা সময় সাপেক্ষ বিষয়। মানবাধিকার মানবের মৌলিক অধিকার। বঙ্গবন্ধু রাষ্ট্র ভাষাকে বাংলা করতে নেতৃত্ব দিয়েছিলেন সে বিষয়টিও বাংলার জনগণের অধিকারের দাবি। আমাদের স্বাধীনতা, দেশ, পতাকা সকল কিছু অর্জনের জন্য ও অধিকারের জন্য কাজ করেছেন। তিনি ছিলেন একজন মহতি মানুষ তিনি স্বপ্ন দেখেছিলেন স্বাধীন দেশের। এ দেশকে স্বাধীন করে বসে থাকেননি স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে গেছেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
প্রধান অলোচকের বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু মানবেতার সেবা করেছেন। তিনি জাতপাত ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার জন্য কাজ করে গেছেন। তিনি বাঙালি জাতির জন্য জীবন উৎসর্গ করেছেন। তিনি স্কুল পড়ার সময় শীতের সময় তার এক গরিব স্কুল সহপাঠীকে নিজের চাদরটি দিয়ে দেন। তিনি বলেছিলেন এদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্ম ও বর্ণের সব জাতির।
জেলা হিউম্যান রাইটস্ অফিসার (কো-অর্ডিনেটর) গাজী রহমত উল্লাহর সভাপতিত্বে এবং দৈনিক আলোকিত চাঁদপুরের স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম শান্তের পরিচালনায় আরো বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইমাম হাসান, বিশিষ্ট লেখক সামীম আহমেদ খান, অ্যাড. মোহাম্মদ আলী মজুমদার, সাংবাদিক সংস্থার প্রকাশনা বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান প্রমুখ। আলাচনা সভা শেষে সব শহীদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
সবশেষে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালকে সম্মাননা প্রদান করা হয়।
০১ সেপ্টেম্বর, ২০১৯।