স্টাফ রিপোর্টার
মুক্তিযুদ্ধের বিজয় মেলা-২০১৯ উদযাপন উপলক্ষে গঠিত উদ্যাপন পরিষদের পক্ষ থেকে উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল এবং বিজয় মেলার সর্বোচ্চ পরিষদ স্টিয়ারিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিজয় মেলা ২০১৯ এর চেয়ারম্যান অ্যাড. বদিউজ্জামান কিরন ও মহাসচিব হারুন আল রশীদের নেতৃত্বে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
গত রোববার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিজয় মেলার উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এরপর মুক্তিযুদ্ধের বিজয়মেলার সর্বোচ্চ পরিষদ স্টিয়ারিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বিজয় মেলার ২০১৯ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। একই সাথে মুজিব বর্ষে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় অংশগ্রহণ সংক্রান্ত ও ২০১৯ বিজয় মেলা উদ্যাপনের বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক সদ্যবিদায়ী বিজয় মেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মহসিন পাঠান, সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার, মুক্তিযুদ্ধের বিজয় মেলার কর্মকর্তা ইয়াহিয়া কিরন, অ্যাড. আমির উদ্দিন ভূঁইয়া মন্টু ও অ্যাড. বদরুল আলম চৌধুরীসহ বিজয় মেলার নেতৃবৃন্দ।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- মুক্তিযুদ্ধের বিজয় মেলার নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা