সজীব খান
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চাঁদপুর-হাইমচরের উন্নয়নের রুপকার, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। ২০০৮ সালে নির্বচনে বিজয়ের পর পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময় থেকে এ পর্যন্ত মৈশাদী ইউনিয়নে উন্নয়নমূলক কাজ অব্যাহত রেখেছেন। মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মৈশাদী ইউপি চেয়ারম্যানের মধ্যেমে তিনি এ উন্নয়নমূলক কাজ করেন।
মৈশাদী ইউনিয়নে যেসব উন্নয়নমূলক কাজ হয়েছে সেগুলো হলো- মৈশাদী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন স্থাপন, মৈশাদী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপন, মৈশাদী কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য কেন্দ্র, হামানকর্দ্দী কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য কেন্দ্র, মৈশাদী তালতলা বাজার রেলস্টেশন পুনঃনির্মাণ।
মৈশাদী মাটির মহল হতে ইউনুছ পাটওয়ারী বাড়ি পর্যন্ত ২ কিলোমিটার পাকা রাস্তা সংস্কার, মৈশাদী ইউনুছ পাটওয়ারী বাড়ি থেকে শেখের হাট বাজারের দিকে ১ কিলোমিটার কাঁচারাস্তা পাকাকরণ, ১নং ওয়ার্ড মুন্সি বাড়ি মসজিদ থেকে শাহতলী ফিডার রোড অভিমুখে ১ কিলোমিটার কাঁচারাস্তা পাকাকরণ, ১নং ওয়ার্ড উত্তর মৈশাদী সমিতি অফিস হতে গোলা বাড়ি দিঘী ৮শ’ মিটার কাঁচারাস্তা পাকাকরণ, ৫নং ওয়ার্ড মৈশাদী বেলতলী হতে মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৫শ’ কিলোমিটির পাকাকরণ, ৯নং ওয়ার্ড শাহতলী ফিডার রোড থেকে করের বাড়ি পর্যন্ত ৬শ’ কিলোমিটার কাঁচারাস্তা পাকাকরণ, মৈশাদী তালতলা বাজার হতে বটতলী হয়ে মৈশাদী ইউনিয়ন পরিষদ গেট পর্যন্ত ৩ কিলোমিটার পাকা রাস্তা সংস্কার, শিলন্দীয়া থেকে জোড় বাড়ি হয়ে আদুর খাঁ স্কুল পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা সংস্কার, হামানকর্দ্দী মন্নান শেখের ব্রিকফিল্ড থেকে দক্ষিণ হামানকর্দ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১২শ’ মিটার রাস্তা পাকাকরণ। দক্ষিণ মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় দোতলা ভবন নির্মাণ, উত্তর মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ, শাহতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ, হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ভবনের ২য় ও ৩য় তলা ভবন সম্প্রসারণ, মৈশাদী ইউনিয়নবাসীর দীর্ঘদিনের আকাক্সক্ষা অনুযায়ী পুরনো সব কাঠের ও বাঁশের অস্থায়ী ব্রিজকে পাকা ব্রিজ ও কালভার্টে রুপান্তরকরণ, মৈশাদী তালতলা বাজার, শাহতলী বাজার, মৈশাদী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনসহ বিভিন্ন মসজিদ ও গুরুত্বপূর্ণ রাস্তার মোডে প্রায় ১শ’ ৫০টি সোলার স্ট্রীট লাইট স্থাপন করা হয়, মৈশাদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রায় ৮০টিরও বেশি আর্সেনিকমুক্ত গভীর নলকূপ স্থাপন করা হয়।
মৈশাদী ইউনিয়নে ৪শ’ ৩৬ জনকে বয়স্ক ভাতা, ১শ’ ৮ জনকে প্রতিবন্ধী ভাতা, ১শ’ ২৯ জনকে বিধবা ভাতা, ১শ’ ৮৪ জনকে মাতৃত্বকালীন ভাতা, ২শ’ ৭৬ জনকে জেলে ভাতা প্রদান করা হয়।
মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম পাটওয়ারী জানান, চাঁদপুরের উন্নয়নের রুপকার ডা. দীপু মনি এমপির কল্যাণে মৈশাদী ইউনিয়নে বিগত ১০ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। স্বাধীনতার পর দীপু মনি এমপির হাত ধরেই মৈশাদীর সর্বস্তরে উন্নয়ন হয়েছে। মৈশাদীতে নতুন নতুন স্কুল ভবন, নতুন নতুন রাস্তা, ব্রিজ-কালভার্ট হয়েছে। মৈশাদীর গুরুত্বপূর্ণ স্থানে স্ট্রীট লাইট স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে যাকে আওয়ামী লীগের সভাপতি, বর্তমান সফল প্রধানমন্ত্রী শেখ হাছিনা মনোনয়ন দিবেন, মৈশাদীর মানুষ এক হয়ে নৌকার পক্ষে কাজ করবেন। মৈশাদীর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক এবং অভিন্ন। আমাদের মাঝে কোন প্রকার দ্বন্দ্ব নেই। দলের প্রয়োজনে যখন যাকে ডাক দেয়া হয়, সবাই সাড়া দিয়ে দলের সব কার্যক্রম সফল করে। আসন্ন নির্বাচনে মৈশাদীতে আওয়ামী লীগ বিপুল ভোট বিজয়ী হবে, ইনশাল্লাহ।