সজীব খান
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান। রোববার (২৯ জানুয়ারি) দুপুর ১টায় তিনি ভূমি অফিস ও গৃহহীনদের জন্য ক্রয়কৃত সম্পত্তি পরিদর্শনে যান। এসময় তিনি ভূমি অফিসের সব কার্র্যক্রম ঘুরে দেখেন। ভূমি অফিসের সব কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করে দায়িত্বরত কর্মকর্তাকে ধন্যবাদ জানান এবং মানুষ যাতে ভূমি অফিসে এসে হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্ল্যাহ, মৈশাদী ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ইউপি সচিব শংকর আশ্চার্য, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিশু দেবনাথ, সহকারী শরিফ সর্দার, ওয়ার্ড সদস্য বজলুল গনি জিলন, সোহরাব হোসেন, মানিক গাজী, ফারুক সরকার, রাশেদ ঢালী, রিয়াউ উদ্দিন রাজু বেপারী, আল আমীন খান উজ্জ্বল, মো. শরীফ সর্দার, খোকন বেপারী, মহিলা সদস্য জাহেদা বেগম, রাহিমা বেগম, নিলুফা বেগমসহ আরো অনেকে।
পরে তিনি মৈশাদী ইউনিয়নে মুজিবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ক্রয়কৃত সম্পত্তি পরিদর্শন করেন।
৩০ জানুয়ারি, ২০২৩।