মোহনপুরে আ.লীগের মিছিল


মতলব উত্তর ব্যুরো
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুলকে স্বাগত জানিয়ে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে মিছিল বের হয়। গতকাল শনিবার সকালে মুদাফর বাজার থেকে মিছিলটি বের হয়ে মাথাভাঙ্গা হয়ে মোহনপুর এসে মিছিলটি শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অ্যাড. সেলিম মিয়া।
মিছিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার, উপজেলা যুবলীগের সদস্য রিপন মৃধা, কাজী হাবিবুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, সাংগঠনিক সম্পাদক কাজী আবদুল মতিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন মৃধা, মো. দুলাল দেওয়ান, রাজ্জাক প্রধান, সাধারণ সম্পাদক কাজী মোফাজ্জল হোসেন, আবদুস সামাদ হাওলাদার, মাহফুজুর রহমান কাজলসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।