রঘুনাথপুরে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের রঘুনাথপুরে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে আরাজি বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলা বয়েজ স্পোর্টিং ক্লাবের সৌজন্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী রোস্তম ঢালী, ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দুলাল বেপারী ও ব্যবসায়ী হাবিবুর রহমান।
আনিসুর রহমান পলাশের সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় এবং এমরান মিজি ও মনির হোসেন মোল¬ার সহযোগিতায় উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার যুব সমাজের খোকন হাওলাদার, আনিছুর রহমান, রুবেল পাঠানসহ অন্যান্যরা।

০৭ অক্টোবর, ২০১৯।