রায়শ্রী উত্তরে ভিক্ষুক পুর্নবাসন ও ভিক্ষুক মুক্ত ঘোষণা


নোমান হোসেন আখন্দ
শাহরাস্তির রায়শ্রী উত্তর ইউনিয়নে ভিক্ষুক পুনর্বাসন ও ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হয়। গত সোমবার সকাল ১১ টায় রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়েছে।
রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক মো. সেলিম পাটোয়ারী লিটনের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য নিজাম উদ্দিন মিজানের পরিচালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদ উল্ল্যাহ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোস্তফা কামাল, উনকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান ও ইউপি সচিব আমির হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাবিবুল ইসলাম সুমন, কামরুজ্জামান রিপন, মুনির চৌধুরী, ফয়েজ উল্ল্যাহ, মনিকা আক্তার, পারভিন সুলতানা প্রমুখ।
সভায় অতিথিবৃন্দ ৫ সদস্যবিশিষ্ট ভিক্ষুক পুনর্বাসন কমিটির কাছে ১৩ জন ভিক্ষুকের জন্য জনপ্রতি ১০ হাজার টাকা করে ১ লাখ ৩০ হাজার টাকা প্রদান করেন। এ ইউনিয়নে আগেও ৩ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়।
এ পুনবার্সনের মাধ্যমে রায়শ্রী উত্তর ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন অতিথিবৃন্দ।

৩১ জুলাই, ২০১৯।