শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে মুক্ত আলোচনা

গলাকাটা বিষয়ে একটি চক্র ভুল ব্যাখ্যা দিয়ে দেশে অরাজকতার সৃষ্টি করছে
…..ওসি নাসিম উদ্দিন

স্টাফ রিপোর্টার
ট্রাফিক আইন, ইভটিজিং ও সোস্যাল মিডিয়া সম্পর্কে ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রতি মাসে দু’একটা সন্ধ্যার পর কোপাকোপির ঘটনা ঘটে। এটা করে নাইন থেকে কলেজে পড়ুয়া ছেলেরা। পারিবারিক ও নৈতিক শিক্ষার অভাব রয়েছে। তাই এ ধরনের অপরাধ প্রবণতা বেড়ে গেছে। স্কুল সময়ে মোল হেডে তোমাদের স্কুলের ছেলেরাও আড্ডা দেয়। এটা কিন্তু ঠিক নয়, তাই তোমরা এ কাজ থেকে বিরত থাকো। তোমরা তোমার সহপাঠীর সাথে আড্ডা দাও, কিন্তু একজন বখাটে ছেলের সাথে আড্ডা থেকে বিরত থাক। তাহলে তুমি নিজে, তোমার পরিবার ও সমাজ ভাল থাকবে।
তিনি আরো বলেন, চান্দ্রায় একটি মেয়ে ইভটিজিংয়ের শিকার হয়ে আত্মহত্যা করেছে। কিন্তু সে মেয়েটি বা তার পরিবার আগে পুলিশকে জানায়নি। তাই তোমার পরিবারের কেউ ইভটিজিংয়ের শিকার হলে ‘৯৯৯’ নম্বরে ফোন করবে। আর নিজেরা ইভটিজিংয়ের মতো অপরাধ থেকে বিরত থাকবে। রামুতে বৌদ্ধ মন্দির ভাঙার বিষয়টি ফেজবুকের মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। আজ গলাকাটার বিষয়টি ফেজবুকের মাধ্যমে একটি গ্রুপ ভুল ব্যাখ্যা কারণে সমাজ ও দেশে অরাজকতার সৃষ্টি হচ্ছে। এদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুকের সভাপতিত্বে এবং এসআই মো. ইসমাইল হোসাইন জুয়েরের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আয়শা রহমান, ট্রাফিক সার্জন সুব্রত চক্রবর্তী প্রমুখ।

২৪ জুলাই, ২০১৯।